Sunday, July 7, 2019

টুনটুনি আর দুষ্টু বিড়াল


টুনটুনি আর দুষ্টু বিড়াল
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী


গৃহস্থদের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে।
বাসার ভিতরে তিনটি ছোট্ট-ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না। খালি হাঁ করে চিঁ চিঁ করে।
গৃহস্থদের বিড়ালটা ভারি দুষ্টু। সে খালি ভাবে "টুনটুনির ছানা খাব।" একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, "কী করছিস লা টুনটুনি?"
টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম হই, মহারানি!"
তাতে বিড়ালনি ভারি খুশি হয়ে চলে গেল।
এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানি বলে, আর সে খুশি হয়ে চলে যায়।

বাংলা মেডিক্যাল ডিকশনারি



বাংলা মেডিক্যাল ডিকশনারি এই ডিকশনারি ব্যাবহার করে আপনি সহজেই পেয়ে যাবেন সকল ইংরেজি মেডিক্যাল ওয়ার্ড এর বাংলা প্রতিশব্দ। আপনি যদি বাংলা ভাষাভাষী মেডিক্যাল ছাত্র হয়ে থাকেন তাহলে এই ডিকশনারি এপস টি আপনার জন্য। এটি সম্পূর্ন ফ্রি এবং ব্যাবহারে ইন্টারনেট প্রয়োজন হয় না। এটি একটি ইউনিক ডিকশনারি তাই শুধুই মেডিক্যাল ওয়ার্ড নয় বরং সকল ধরনের সাধারন ওয়ার্ড সংযুক্ত রয়েছে তাই এটি সকল ধরনের ইংরেজী ওয়ার্ড এর বাংলা শব্দ খুঁজতে সবাই এটিকে ব্যবহার করতে পারবেন।

ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ


Bangla Medical Dictionary

ডিকশনারিটি ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন